পৌর শহরে দিন দিন বাড়ছে যানজট, জনদুর্ভোগে সাধারণ মানুষ 

  ব্রাহ্মবাড়িয়া সংবাদদাতা  সোমবার | জুন ৭, ২০২১ | ০৫:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরে দিন দিন বাড়ছে রিকশা, লাইসেন্সধারী ও লাইসেন্স বিহীন আটো রিক্সার চলাচল। একদিকে বেলা বাড়ে অন্যদিকে বাড়ে যানজট। পৌর শহরের সদর হাসপাতাল রোডে এই যানজট লক্ষ্যণীয় । সদর হাসপাতালে রোগী নিয়ে আসা অনেকেই এই যানজটে পড়ে দুর্ভোগ পোহান। তবে এই যানজটের পেছনে শুধু রিক্সা অটোরিকশা দায়ী নয়,  শহরের হকারাও এর কারণ। পৌরশহরের একাধিক ফুটপাত এখন হকারদের দখলে। ফলে রাস্তা দিয়ে হেটে যাচ্ছে পথচারীরা। এ দিকে পৌর সভার দেয়া লাইসেন্স নিয়ে রিক্সা ,অটো রিক্সা চললেও নেই কোন দক্ষ চালক। ফলে এই যানজট দিন দিন তীব্র হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের ঘাটতি আছে বলে মনে করেন সুধীজনরা। তবে নিয়মিত ট্রাফিক পুলিশের তদারকি বাড়লে অনেকটাই এই  যানজট সমস্যা কমে যেত বলে মনে করেন তারা।